বাউফলে সাব-রেজিস্ট্রার অফিস থেকে তিন দিনে ৬০ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্ছিত সরকার

বাউফলে সাব-রেজিস্ট্রার অফিস থেকে তিন দিনে ৬০ লাখ টাকা রাজস্ব  থেকে বঞ্ছিত সরকার
মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ বাউফল উপজেলা সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার অপসারণের দাবিতে দলিল লেখকদের কলম বিরতি অব্যাহত রয়েছে। আজ তৃতীয় দিনেও সাব রেজিস্ট্রি অফিসে কোন দলিল রেজিস্ট্রি হয়নি। প্রতিদিন সাব রেজিস্ট্রার অফিসে প্রায় ১শ দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। কলম বিরতির কারণে সরকার গত তিন দিনে গড়ে মোট ৬০ লাখ টাকা রাজস্ব বঞ্ছিত হয়েছেন। ভোগান্তীর মধ্যে পরেছেন দলিল দাতা ও গ্রহীতারা। আজ মঙ্গলবার দলিল লেখক সমিতির এক জরুরী সভায় সাব-রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমাকে অপসারণ না করা পর্যন্ত অর্নিদৃষ্টকালের জন্য কলম বিরতির পক্ষে সকল সদস্যরা একমত পোষন করেছেন বলে জানা গেছে। দলিল লেখক সমিতির সভাপতি আবদুল খালেক মৃধা বলেন,‘সাব-রেজিস্ট্রারকে অপসারণ না করা পর্যন্ত আমাদের কলম বিরতি অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, গত রবিবার থেকে উপজেলা সাব রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমার অপসারনের দাবিতে উপজেরার ৭৭জন দলিল লেখকরা কলম বিরতি পালন কওে আসছে । এ ব্যাপারে উপজেলা সাব রেজিস্ট্রার হাফিজা হাকিম রুমাকে তার ০১৭১৫১৬৯৫৯৫ নম্বরের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি। পটুয়াখালী জেলা রেজিস্ট্রার মহাসিন আলম বলেন,‘ আমি এ বিষয়ে উপজেলা সাব- রেজিস্ট্রার ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। সাব- রেজিস্ট্রারকে বলেছি, আপনি আন্দোলনকারীদের সাথে বসে সমস্যার সমাধান করেন। আর দলিল লেখক সমিতির সভাপতিকে বলেছি, আপনারা সাব-রেজিস্ট্রারের সাথে আলোচনায় বসেন। সন্তোষজনক ফয়সালা না হলে আমার সাথে বসেন। আমি এ বিষয়টি নিবির ভাবে পর্যবেক্ষন করে যাচ্ছি।’